- 25 Sep, 2025
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর নির্বাচন স্থগিত*
*গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর নির্বাচন স্থগিত*
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর আগামী ১৯ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ মুজিবুর রহমান ও মোঃ তাজুল ইসলাম, নির্বাচন পর্যবেক্ষক আব্দুল কাদির এবং লজিস্টিক সাপোর্ট এসিস্ট্যান্ট আলী হোসেন।
দুই প্যানেলের প্রতিনিধিদের সম্মতিতে নির্বাচন স্থগিত করে কার্যনির্বাহী কমিটির কাছে নতুন তারিখ ঘোষণার অনুরোধ পাঠানো হয়। খুব শিগগিরই কার্যনির্বাহীh কমিটির অনুমোদনক্রমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সর্ব জনাব এমদাদ হোসেন টিপু, বর্তমান কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি সায়েদ আহমদ সাদ, ফেরদৌস আলম, তমিজুর রহমান রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক মনজুর আহমেদ সাহনাজ, চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস শুকুর ও মহিবুল হক, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মারুফ আহমেদ, সাবেক সহ-সভাপতি মোর্শেদ আলম চৌধুরী রাহি, মাসুক-শুকুর-মারুফ প্যানেলের চেয়ারম্যান ও বর্তমান উপদেষ্টা রফিকুল ইসলাম নজরুল, নজরুল-মুহিব-মুকিত পরিষদের চেয়ারম্যান ও বর্তমান উপদেষ্টা শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান প্রমুখ ।