- 01 Jul, 2025
নির্বাচন কমিশন গঠন ও চ্যারিটি কমিশনের নিবন্ধনে সন্তোষ প্রকাশ
📰 *গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর নির্বাহী সভা অনুষ্ঠিত: নির্বাচন কমিশন গঠন ও চ্যারিটি কমিশনের নিবন্ধনে সন্তোষ প্রকাশ*
লন্ডন, ২০২৫: গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে-এর একটি গুরুত্বপূর্ণ নির্বাহী সভা গত ৩০শে জুন রোজ সোমবার পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জনাব এমদাদ হোসেন টিপু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মাসুদ আহমেদ'র পরিচালনায় অনুষ্ঠিত এ সভার শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন নির্বাহী সদস্য জিএম অপু শাহরিয়ার।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের আসন্ন বার্ষিক সাধারণ সভা (BGM) ও নির্বাচন উপলক্ষে তিনজন নির্বাচন কমিশনার, একজন অবজারভার এবং একজন নির্বাচনী সমন্বয়ক নিয়ে একটি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশন সংগঠনের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল কার্যক্রম পরিচালনা করবেন।
সভায় আরও ঘোষণা করা হয় যে, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করেছে। এই অর্জনে সংগঠনের সকল সদস্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি সংগঠনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সভায় ম্যাগাজিন প্রকাশনা, সংগঠনের নামে দ্বিতীয় ঘর ক্রয়ের বিষয়েও সদস্যদের অবহিত করা হয় এবং অগ্রগতির বিস্তারিত তুলে ধরা হয়। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জনাব সাব্বির আহমেদ সাহেবের মা ও নির্বাহী সদস্যের জন্য বাবরুল ইসলামের পিতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আলী হোসেনের মাতা সুস্থতার জন্য দোয়া পরিচালনা করা হয় ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
সহ-সভাপতি ইকবাল হোসেন,
সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম শামুন, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী হোসেন, মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান ওয়াদুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক নাদির আহমেদ চৌধুরী, ফান্ডরাইজিং বিষয়ক সম্পাদক কিবরিয়া ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিবুল হক, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহেদ, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ শাহনাজ,
নির্বাহী সদস্য এতোয়ার হোসেন মুজিব, নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য আমির হোসেন, নির্বাহী সদস্য সোহেল আহমেদ, নির্বাহী সদস্য ও সাবেক সহ-সভাপতি রাহি চৌধুরী, নির্বাহী সদস্য রোমান আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য জসিম উদ্দিন রসুম, নির্বাহী সদস্য শিহাব উদ্দিন, নির্বাহী সদস্য জাকির হোসেন ।